দলীয় কেক কেটে ফেসবুকে পোস্ট, মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৪ জুন ২০২৫
মহিলা আওয়ামী লীগ নেত্রী তানিয়া ইসলাম

নিজ ঘরে কেক কেটে দলের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন মহিলা আওয়ামী লীগের এক নেত্রী। পরে কেক কাটার ভিডিও পোস্ট করেন ফেসবুকে। এ ঘটনায় ওই নেত্রীকে আটক করেছে পুলিশ।

আটক তানিয়া ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেত্রী।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে তানিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি জানান, রোববার (২৩ জুন) দিনগত রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে মহিলা লীগের নেত্রী তানিয়া ইসলামকে আটক করা হয়। তানিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন।

ওসি মিজানুর রহমান বলেন, আটক তানিয়া ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় তার সঙ্গে ভিডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে।

শাওন খান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।