ইজিবাইক চালক ও পুলিশের সংঘর্ষে আহত ১০
মাদারীপুর পৌর এলাকায় ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলে বাধা দেয়ায় সোমবার দুপুর ১২টার দিকে এসব গাড়ির চালকেরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়। এসময় তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
পরে পুলিশ এসে তাদের ছত্র ভঙ্গ করে দেয়া চেষ্টা করলে ইজিবাইক চালক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কমপেক্ষ ১০ জন আহত হন।
রোববার থেকে ইজিবাইকসহ তিনচাকার পরিবহন চালকেরা জেলা শহরে গাড়ি চালানো বন্ধ করে ধর্মঘট পালন করছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
মাদারীপুর অটোবাইক কল্যান সোসাইটির সেক্রেটারি শাহিন হাওলাদার জানান, তিন চাকার যান চালকরা সবাই দিন মজুর, তাদের বেশির ভাগ গাড়িই ভাড়ায় চালিত। প্রতিদিন ৬০০টাকা জমা দিয়ে গাড়ি চালাতে হয়।
কিন্তু আমাদের জেলার পরিবহন মালিক সমিতির সদস্যরা এ সকল যানচলাচলে বাধা সৃষ্টি করে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তিন চাকার কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে আমাদের তেমন আয় নেই, জমার টাকা রোজগার করতেই সারা বেলা চলে যায়। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, শহরের নতুন বাসস্ট্যান্ড, মস্তফাপুর, রাজৈর ও সিলারচরসহ বিভিন্ন স্থানে তিন চাকার সকল যানচলাচল বন্ধ রাখা হয়েছে। এসকল স্থানে পূণরায় আমাদের যানচলাচলের অনুমতি না দিলে আমরা আরও কঠোর আন্দোলনের সিন্ধান্ত নেব।
নাসিরুল হক/এফএ/পিআর