হাজারো মানুষের অংশগ্রহণে রাজবাড়ীতে তাজিয়া মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:০১ পিএম, ০৬ জুলাই ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্দ্যোগে রাজবাড়ীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল সোয়া ১০টার টার দিকে জেলা শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়।

আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ীর সভাপতি নাছিম সফির নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বড় বাজার এলাকা প্রদিক্ষণ করে পুনরায় বড় মসজিদ খানকায় এসে শেষ হয়।

এসময় খালি পায়ে হাজার হাজার মানুষ এতে অংশ নেন। মিছিল দেখতে রাস্তার দুই পাশে জড়ো হন হাজার হাজার মানুষ। এসময় রাস্তার পাশ থেকে মিছিলে গোলাপজল ছিটাতে দেখা যায়।

হাজারো মানুষের অংশগ্রহণে রাজবাড়ীতে তাজিয়া মিছিল

পড়ে বড় মসজিদে কারবালার শোকাবহ বিষয়বস্তু নিয়ে নানা আনুষ্ঠিতা হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ভালোলাগা থেকে তারা এসেছেন।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সদস্য আব্দুল আজিজ কাদেরী বলেন, কয়েক যুগ ধরে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরিয়া এই আশুরা পালন করে আসছে। সে ধারাবাহিকতায় আজকের তাজিয়া মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার ধর্মপ্রান মুসল্লি অংশ নিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রুবেলুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।