বসতঘরে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১১ জুলাই ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে মো. রাকিব হাসান (২০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. রাকিব হাসান একই গ্রামের মো. আব্দুস সালামের ছেলে। তিনি একসময় দোকানে কর্মচারী হিসেবে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিবের বাবা-মা ঢাকায় একটি খামারে কাজ করেন। তিনি ভালুকায় একটি দোকানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। ঈদের আগে বাড়িতে এসে এরপর কাজে যোগদান করেননি। বাড়িতে একা থেকে নিজেই রান্না করে খেতেন। বন্ধু-বান্ধব নিয়ে ঘরে আড্ডা দিতেন। দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন দরজা খোলা। পরে প্রবেশ করলে খাটের ওপর রক্ত ও বালিশে ডাকা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।