মিরসরাইয়ে লোকালয়ে চিতাবাঘসদৃশ প্রাণী, গ্রামজুড়ে আতঙ্ক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে চিতাবাঘসদৃশ প্রাণীর উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাণীটি গর্জন ও চলাফেরা বাঘের মতো হওয়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ ভূঁইয়া গ্রাম এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে বেশ কিছুদিন এ প্রাণীর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এর সঙ্গে দুটি বাচ্চা রয়েছে। যদিও এখন পর্যন্ত মানুষের ওপর কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি। তবে কয়েকবার গরু ও ছাগলের ওপর আক্রমণের চেষ্টা করেছে।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন জানান, ‘দক্ষিণ ভূঁইয়া গ্রামের ঈদগাহ কবরস্থানে দুটি চিতাবাঘের বাচ্চা দেখা গেছে। এলাকাবাসীকে সতর্ক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, ‘বিষয়টি এখনও কেউ আমাদের জানায়নি। সাধারণত এসব বন্যপ্রাণী সহজে কাউকে আক্রমণ করে না। যদি না তাদের উত্ত্যক্ত করা হয়। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।