রাজবাড়ীতে শিশুর গলায় জুতার মালা পরানো ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:০২ এএম, ২০ জুলাই ২০২৫

রাজবাড়ীর পাংশায় জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পরানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১৯ জুলাই) ফেসবুকে ছবিটি ভাইরাল হয়। এতে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শিশুটির বাড়ি কালুখালীর সাওরাইল ইউনিয়নে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেটের দ্বিতীয় তলায় মো. শাহজাহান আলীর পিকে সুজে এ ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার ১০-১২ বছর বয়সী এক শিশু পিকে সুজ থেকে জুতা চুরি করছিল। এসময় ধরে তার গলায় জুতার মালা দিয়ে ছবি তোলা হয়। তখন আমি নিষেধ করেছিলাম। পরে শিশুটিকে তারা ছেড়ে দেয়।

পিকে সুজের মালিক মো. শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, প্রায় একমাস আগে ওই ছেলেটি একবার চুরি করেছিল। এরপর থেকে আমরা খোঁজে ছিলাম। হঠাৎ বৃহস্পতিবার আমাদের দোকানের নিচ তলায় চুরি করে আমাদের দোকানের চুরি করার সময় হাতেনাতে ধরা পরে। এসময় মার্কেটের অনেক মানুষ জড়ো হয়। তখন একেকজন একেকরকম কথা বলে। এরমধ্যেই জুতার মালা পরিয়ে দেয় সবাই। এসময় কেউ ওই ছবি তুলে ফেসবুকে দিয়েছে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক। এরকম হবে বুঝতে পারিনি। তবে কাল এ নিয়ে বাজার বণিক সমিতির নেতারা বসবেন।

এ বিষয় জানতে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি বাহারাম সরদারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নাই।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) এস এম আবু দারদা বলেন, বিষয়টি আমি কিছু সময় আগে জেনেছি। ওসিকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

রুবেলের রহমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।