বগুড়ায় জেএমবি সদস্য গ্রেফতার
বগুড়ার শেরপুর থেকে জেএমবি সদস্য সাগর আহম্মেদ রনিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাতে উপজেলার বাগানবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রনি রাজশাহীর দাসমারী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পিবিআই।
পিবিআই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান দুপুরে জানান, শেরপুরে বাগানবাড়ি এলাকার একটি ছাত্রাবাসে সাগরসহ ৪/৫ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ সাগরকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২১টি জিহাদি বই উদ্ধার করা হয়।
পিবিআই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত সাগর ঝালকাঠির বিচারক হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়া জেএমবি সদস্য মামুনের ছোট ভাই। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি খুনের ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা আছে বলে মনে করা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সাগরকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এআরএ/এবিএস