বগুড়ায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০১ জানুয়ারি ২০১৫

জামায়াতের ডাকা দুইদিন হরতালের শেষদিনে বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে পিকেটাররা। বৃহস্পতিবার সকাল ৮টায় শহরতলী মাটিডালি এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিডালিতে হরতাল সমর্থনে জামায়াত-শিবির মিছিল বের করার প্রস্তুতি নেয়ার সময় পুলিশ সেখানে গেলে তাদের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে হরতাল সমর্থকরা পালিয়ে যায়।
 
এছাড়া হরতাল সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা গোহাইল রোড, খান্দার চার মাথায়, সাবগ্রাম বাসস্টান্ডে ঝটিকা মিছিল করে। হরতাল চলাকালে শহরে বেশ কিছু রিকশা ও সিএনজি চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউর রহমান বলেন, হরতাল সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।