ফরিদপুরে দ্বিতীয় দফা অবরোধ শেষে ঢাকা-দক্ষিণাঞ্চল যান চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দফায় করা মহাসড়ক অবরোধের আড়াই ঘণ্টা পর তুলে নিয়েছে ‌বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধ আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুলে নেওয়া হয়। অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ে।

এদিকে হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকার কিছু লোকজন একটি বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সংখ্যা ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান অবরোধস্থলে এসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ইউএনও সমাধানের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়ে বলেন, আমাকে ৪৮ ঘণ্টা সময় দিন এর মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

উপস্থিত জনতা ইউএনওর আহ্বান প্রত্যাখ্যান করে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। একপর্যায়ে ইউএনও ঘটনাস্থল থেকে চলে যান। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিয়ে অন্ধকার নেমে এলে ও বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে অবরোধকারীরা স্বেচ্ছায় মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।

ফরিদপুরে দ্বিতীয় দফা অবরোধ শেষে ঢাকা-দক্ষিাণাঞ্চল যান চলাচল শুরু

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, এ উপজেলার বিভাজন ঠেকাতে যা যা করণীয় তা করা হবে। ভাঙ্গাবাসীর দাবির প্রতি সহানুভূতিশীল এবং বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। আশা করি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটা ফলাফল আসবে।

জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, দ্বিতীয় দফায় অবরোধের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকার লোকজন একটি বাস ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের সংখ্যা ও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এন কে বি নয়ন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।