লঞ্চে শ্বাসকষ্টে ভোগা গর্ভবতীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫
অসুস্থ গর্ভবতীর পাশে চাঁদপুর স্টেশনের কোস্টগার্ড সদস্যরা

চাঁদপুরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২২ সেপ্টেম্বর সোমবার ভোলা থেকে ‌‘মিতালী-৭’ লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন ওই গর্ভবতী নারী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয় এবং তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে।

পরে দ্রুত তার স্বজনরা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোট নিয়ে লঞ্চটির কাছে যায়। মেডিকেল টিম ওই নারীকে অক্সিজেন সরবরাহ করে এবং তাকে নিরাপদে ঢাকার সদরঘাটে পৌঁছে দেয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবে। এদিকে, কোস্টগার্ডের এই জরুরি সহায়তার জন্য ওই নারীর স্বজনরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

শরীফুল ইসলাম/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।