ঢাকামুখী লঞ্চও বন্ধ


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারি প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় সৃষ্ট উত্তেজনার কারণে ঢাকামুখী লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার সকালে ঢাকার বাইরে থেকে লঞ্চ ছাড়তেও নিষেধ করা হয়েছে বলে একটি লঞ্চের এক কর্মকর্তা জানিয়েছেন।

টিপু লঞ্চের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন জানান, নিরাপত্তার কারণে ঢাকামুখী লঞ্চ ছাড়তে নিষেধ করা হয়েছে। তবে লঞ্চ চলাচলের ওপর সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে ঢাকা জেলার ট্রাফিক পরিদর্শক ফরহাদ হায়দার সকালে বলেন, মালিকরা ভয়ে হয়তো গাড়ি চলাচল বন্ধ রাখতে পারেন।

ঢাকার সঙ্গে বরিশাল, হাতিয়া ও ভোলা রুটে তাদের ১৭টি লঞ্চ চলে জানিয়ে তিনি বলেন, নিরাপত্তার কথা বলে আমাদের ঢাকার বাইরে থেকে লঞ্চ ছাড়তে নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আবদুল হক বলেন, আমরা কোনো নির্দেশনা পাইনি। তবে লোকমুখে শুনেছি। তেমন কোনো নির্দেশনা পেলে আমরাও বাস ছাড়ব না। এদিকে আকস্মিক বাস ও লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।