আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী নির্বাচন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জায়গায় আমরা সর্বোচ্চ সাড়া পাচ্ছি। আশা রাখি আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো।

শুক্রবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আজ আমাদের সেই নেত্রী অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বিগত দিনে ছয় বছর অন্যায়ভাবে ফ্যাসিস্ট শেষ হাসিনা তাকে জেলে নির্যাতন করেছেন। জেলে খালেদা জিয়াকে পয়জন দিয়ে মারার চেষ্টা করেছেন।’

এসময় বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।