পটুয়াখালীতে ৪৯৮ কেজির পাঁচ শাপলাপাতা মাছ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর বাউফলে অন্তরা পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসটিতে পাঁচটি শাপলাপাতা মাছ পাওয়া যায়। ওজন ৪৯৮ কেজি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শাপলা পাতা মাছ ধরা, হত্যা, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও চোরাচালানকারীরা গোপনে মাছগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলাপাতা মাছ পরিবহন করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।