সমাবেশের অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিএনপি


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারী বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশের অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমাবেশের এ অনুমতি দেয় নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার নজরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার লালদিঘি মাঠসংগগ্ন জেলা পরিষদ চত্বর অথবা কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি চেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়। আবেদনটি করেছিলেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশের অনুমতি পাওয়ার সত্যতা নিশ্চিত করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ সেলিম জানান, সোমবার বিকেল তিনটায় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। দলীয় কার্যালয়ের সমাবেশের অনুমতি পাওয়া গেছে। তবে কাজীর দেউড়িতে সমাবেশের চেষ্টা করা হবে।
 
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি `গণতন্ত্র হত্যা দিবস` উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।