মাদারীপুর-২

মনোনয়ন বাতিলের দাবিতে দুই উপজেলায় বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৫

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খাগদী ও রাজৈরের আমগ্রামে এই কর্মসূচি পালন করেন তারা।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই এই মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের কর্মী-সমর্থকরা মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এদিকে একই দাবিতে বিকেলে রাজৈর উপজেলার আমগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা এতে অংশ নেন। এতে অংশ নেন উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

আয়শা সিদ্দিকা আকাশী/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।