কালিহাতীতে চালু হলো গরীবের অ্যাম্বুলেন্স
গ্রাম পর্যায়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবার টাঙ্গাইলের কালিহাতীতে চালু করা হলো গরীবের অ্যাম্বুলেন্স সার্ভিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিনের ব্যতিক্রম এ উদ্যোগেই প্রত্যন্ত গ্রামের রোগীদের জন্য ইউনিয়নভিত্তিক এ সেবা শুরু হলো বলে জানা গেছে।
জানা যায়, উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রাথমিক পর্যায়ে বাংড়া এবং সল্লা ইউনিয়ন পরিষদের জন্য এ সেবা শুরু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ের দুস্থ, অসহায় ও গরীব রোগীদের আরো দ্রুত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা উপজেলাবাসীর।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, গ্রাম পর্যায়ের দুস্থ ও অসহায় গরীব রোগী এবং গর্ভবতী নারীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হলো।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে উপজেলার বাংড়া ও সল্লা ইউনিয়নের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হলেও পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের সার্ভিস চালু করা হবে।
এদিকে, রোববার উপজেলার বাংড়া এবং সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে অ্যাম্বুলেন্স দুটির চাবি হস্তান্তর করা হয়।
সেবাটির উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
এ সময় কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সল্লা ইনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, নবনির্বাচিত নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস