গোপালপুরে পিস্তলসহ যুবক আটক


প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৮ জুন ২০১৬

টাঙ্গাইলের গোপালপুরে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আব্দুল জলিল (৩০) উপজেলার কড়িয়াটা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

এ ব্যাপারে গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে (ওসি-তদন্ত) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নিয়ামতপুর বাঘবাড়ির মৃত ছামান আলির ছেলে আ. মজিদের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়ির সামনের উঠান থেকে জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশিয় প্রযুক্তিতে তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোকছেদুল আলম বাদী হয়ে অস্ত্র আইন ১৮৭৮ (সংশোধন/২০০২ এর ১৯ (এফ) ধারায় একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।