সাতক্ষীরায় আহত পুরোহিতকে ঢাকায় প্রেরণ : আটক ১


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০২ জুলাই ২০১৬

সাতক্ষীরায় দুর্বৃত্তের হাতে আহত পুরোহিত ভবসিন্দু বরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে পুলিশের তত্ত্বাবধানে তাকে নিয়ে আসা হয়।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ সাতক্ষীরার ধূলিহর এলাকা থেকে আলমগীর হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
 
পুরোহিতের স্ত্রী সুমিত্রা বর জাগো নিউজকে বলেন, প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে ছিলেন ভবসিন্দু বর। ভোরে দুই চৌকিদারকে বেঁধে ফেলে তারা। পরে দরজায় ধাক্কা দিলে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে মাথায়, পিঠে, হাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। শব্দ করলে মেরে ফেলবে বলে হুমকি দেয়ায় আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম।

পুরোহিতের ছেলে জগন্নাথ বর বলেন, ওরা দরজায় ধাক্কা দিলে বাবা মনে করে চৌকিদাররা ধাক্কাছে। দরজা খুলে দিলে ছুরি, চাকু দিয়ে মারে। ঘরে কটা টাকা ছিল নিয়ে গেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
 
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, আহত পুরোহিতকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমরা বলতে পারবো এটি কোনো জঙ্গির ঘটনা না ডাকাতির ঘটনা। এই জায়গায় যে হামলা হতে পারে সেটাও তো আমাদের ধারণা নেই। আমাদেরও তো জনবল কম। তারপরও আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোর ৪টার দিকে ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বত্তরা।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।