সিরাজগঞ্জে বীরাঙ্গনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৩ জুলাই ২০১৬

‘‘বীরাঙ্গনা মাতাদের পাশে আমরা’’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সিরাজগঞ্জের বীরাঙ্গনা নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বিতরণী সভায় জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, বিটিভির জেলা প্রতিনিধি গাজী মো. শাহাদত হোসেন ফিরোজী, জেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বাদল ভৌমিক, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি রেজাউল করিম, একুশে টিভির জেলা প্রতিনিধি স্বপন মির্জা, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, চ্যানেল ৯ এর জেলা প্রতিনিধি সুজিত সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে জেলার ২০ জন বীরাঙ্গনা মাতাকে ঈদের শাড়ি ও ঈদ সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সমাজে অনেক বিত্তবান রয়েছে, কিন্তু তারা সমাজের দুস্থদের জন্য কিছুই করেন না। দেশের স্বাধীনতার জন্য যারা নিজের সম্ভ্রম হারিয়েছেন, তাদের দিকে কেউ দৃষ্টি না দিলেও প্রেসক্লাব ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে।

দীর্ঘদিন ধরে বীরাঙ্গনা মাতারা অবহেলিত থাকলেও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছেন। যারা এই তালিকা থেকে বাদ পড়েছেন, তাদেরও তালিকাভুক্ত করা হবে।

জীবনের শেষ সময়ে এই মাতাদের একটু সুখ ও খুশি ফিরিয়ে দেবার এই প্রচেষ্টার জন্য প্রধান অতিথি জেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

বাদল ভৌমিক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।