ভাইয়ের মৃত্যুতে ঈদ আনন্দে ভাটা মোস্তাফিজের


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৭ জুলাই ২০১৬
ফাইল ছবি

ঈদের জামাতের আগে বিদ্যুৎস্পৃষ্টে ভাইয়ের মৃত্যুতে মুষড়ে পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজসহ তাদের পরিবার। নিহত মোতাহার হোসেন মোস্তাফিজের চাচাতো ভাই।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটর চালানোর জন্য তারে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত. মমিন গাজীর ছেলে। মোতাহার হোসেন এক শিশু সন্তানের জনক। তিনি কৃষিকাজ করতেন।

মোস্তাফিজের ভাই মোখলেছুর রহমান পল্টু জানান, সকালে মোটর চালানোর জন্য তারে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন মোতাহার। এসময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে স্থানীয় নলতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে মারা যান। তার মৃত্যুতে মোস্তাফিজের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরো জানান, মোতাহার ভাইয়ের মৃত্যুতে মোস্তাফিজ খুবই শোকাহত।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।