রায়পুরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাল থেকে অজ্ঞাত এক নারীর (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশি ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার এক খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে ঘটনাস্থলে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে গেছে দুর্বৃত্তরা।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার কারণ বা হত্যাকারীদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
কাজল কায়েস/এআরএ/এমএস