রায়পুরে মামলা হয়নি দুই নারী খুনের ঘটনায়


প্রকাশিত: ১২:০০ পিএম, ০৯ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৃথম দুই নারী খুনের ঘটনায় কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। দুই নারী হত্যার ঘটনায় শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

রায়পুর থানার ডিউটি অফিসার এএসআই নুরুল আমিন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ তৎপর।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের সমিতিরহাট এলাকার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাসিমা আক্তার (১৫) এবং দুপুরে পৌরসভার নতুনবাজার এলাকার খেজুরতলা থেকে ইট-কংক্রিটে চাপা দেওয়া অবস্থায় লাকী আক্তারের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত লাকী উপজেলার গাইয়ারচর গ্রামের হাবিব উল্লার মেয়ে এবং নাছিমা লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নুর উল্লাহর মেয়ে।

নিহত লাকীর পারিবারিক সূত্র জানায়, প্রায় আট মাস আগে দেনায়েতপুর এলাকার ছমিদ মিঝির ছেলে মো. সেলিমের সঙ্গে  বিয়ে হয় লাকীর। রমজানের ঈদের পোশাক না দেওয়ার কারণ জানতে চাওয়া নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাকীর সঙ্গে সেলিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম লাকীকে বেদম মারধর করে বাসা থেকে বের হয়ে যান। লাকীও তাকে ফেরাতে পেছন পেছন বের হন। রাতে তিনি আর বাসায় ফেরেননি। সকালে বাসার পাশে ইট-কংক্রিটে চাপা অবস্থায় লাকীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

লাকীর বড় বোন সাজু বেগম বলেন, ‘সেলিম পরিকল্পিতভাবে নির্যাতন করে আমার বোনকে হত্যা করেছে। ঘটনাটি ধামাচাপা দিতে সে মরদেহ ইট চাপা দিয়ে রেখেছে। এ ঘটনায় সেলিমের বিচার চাই।’

অন্যদিকে খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাছিমা আক্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কাজল কায়েস/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।