লক্ষ্মীপুরে কলম-ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করল ছাত্রলীগ


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১০ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরে কলম ও রজনীগন্ধা ফুল দিয়ে এইচএসসি প্রথম বর্ষের প্রায় নয় শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগ। রোববার বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে তাদের বরণ করা হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, জেলা জাতীয় পার্টির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য বাবুল হোসেন, ইউপি সদস্য মো. সেলিম, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জহিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু, সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমানসহ এইচএসসি প্রথম বর্ষের প্রায় নয় শতাধিক শিক্ষার্থী।

পরে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল বের করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কাজল কায়েস/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।