বাস ডোবায় পড়ে আহত ১৫


প্রকাশিত: ০৩:১৬ এএম, ১১ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রামগতি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আনন্দ পরিবহন বাসটি ভবানীগঞ্জ চৌরাস্তা পার হয়ে চট্রগ্রামগামী নৈশ পরিবহনকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় আনন্দ বাসটি পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। এতে ওই বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।
 
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনাস্থল গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।