নোয়াখালীতে ১৪টি দোকান পুড়ে ছাই


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১১ জুলাই ২০১৬

নোয়াখালী পৌরসভার সোনাপুর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এসময় অপর ৬টি দোকানের অংশিক ক্ষতি হয়েছে। সোমবার রাত আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।  

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
    
সোনাপুর পৌর বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
    
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আড়াইটায় ঢাকা স্টোরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।    

ক্ষতিগ্রস্থ দোকান গুলোর মধ্যে কাপড়ের দোকান, গার্মেন্টস, কসমেটিকস ও স্টেশনারি সামগ্রীর পাইকারি ও খুচরা দোকান রয়েছে।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।