রংপুরের ৮ জেলায় চলছে হরতাল


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে স্থানীয় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে রংপুর বিভাগের আট জেলায়।

বুধবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে দুলু জানান, বিনা কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে সরকার। বিএনপির সকল নেতাকর্মীকে হরতাল সফলভাবে পালনের আহ্বান জানান তিনি।

রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু ও জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রইস আহমেদ বলেন, ফখরুলকে মুক্তি না দিলে রংপুরে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।