রায়পুরে ৮ লাখ টাকা ডাকাতি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল ডাকাত পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালঙ্কার এবং টাকাসহ মোট আট লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করেছে। ডাকাত দলের মারধরে ওই পরিবারের এক গৃহবধূ আহত হয়েছেন।
সোমবার রাত ৩টার দিকে পৌরসভার মধুপুর এলাকার আলী রাজ পাটওয়ারী বাড়ির ঢাকার মসলা ব্যবসায়ী মো. রুবেলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ঘটনার সময় ব্যবসায়ী রুবেলের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ১৭-১৮ জন মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে একটি কক্ষে হাত-পা, মুখ বেঁধে জিম্মি করে। একপর্যায়ে রুবেলের স্ত্রী মারজাহান আক্তার পিউকে মারধর করে তারা। পরে ডাকাত দল প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, ৮০ হাজার টাকা ও মুঠোফোনসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
কাজল কায়েস/এএম/এআরএ/এবিএস