লক্ষ্মীপুরে ১০ ইউপির নির্বাচিতদের শপথ গ্রহণ
লক্ষ্মীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ১০ নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ উল্যা।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, ভবানীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, কুশাখালী, বশিকপুর, উত্তর জয়পুর, পার্বতীনগর, মান্দারী ও চরশাহী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেন।
কাজল কায়েস/এএম/এবিএস