গৃহবধূকে গণধর্ষণ : আসামি ছাত্রলীগের ১০ নেতাকর্মী


প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৪ জুলাই ২০১৬

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে প্রবাসীর ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে এক গৃহবধূকে (২২) রাতভর গণধর্ষণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতের এ ঘটনায় ১০ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা সবাই উপজেলার চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে দলীয় ও স্থানীয় সূত্র।

আসামিরা হলেন, রামপুর গ্রামের ফাহাদ হোসেন (২১), হৃদয় (১৮), গিয়াস উদ্দিন (২০), মো. পারভেজ (২২), তিতার কান্দি গ্রামের আদনান (১৮), রিযাত হোসেন (২০), শাহজাহান (২৩), পারভেজ (১৯), রোকন উদ্দিন (২১ ও জহির (২০)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ (২২) তার ভাই রকি ও বন্ধু আবদুর রাজ্জাককে নিয়ে তিতার কান্দি গ্রামের ওমান প্রবাসী খালুর বাড়িতে আসেন। ওই দিন রাত ১টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে একই গ্রামের ফাহাদের নেতৃত্বে আদনান, রোকন, পিয়াস ও হৃদয়সহ ৮-১০ জন খালার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। এসময় তারা আলমীরার তালা ভেঙে নগদ ২৪ হাজার ৪০০ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট লুটে নেয়। তাদের বাঁধা দিতে গেলে ঘরে ভাঙচুর চালানো হয়।

একপর্যায়ে ওই গৃহবধূ তার ভাই রকি ও বন্ধু আবদুর রাজ্জাককে অস্ত্রেরমুখে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে ইউনিয়নের রামপুর গ্রামে হৃদয়ের বাড়িতে রকি ও আবদুর রাজ্জাককে বেদম মারধর করে আটকে রাখে। ওই গৃহবধূকে বাড়ির ছাদে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন তারা।

পরদিন বুধবার তার খালার কাছ থেকে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে সকাল ১০টার দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়। পরে এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় আদনান নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে।

সদর হাসপাতালের আরএমও আনোয়ার হোসেন জানান, কয়েকজন যুবক পালাক্রমে ধর্ষণের বিষয়টি ভুক্তভোগী তাকে জানিয়েছেন। তবে তিনি ডাক্তারী পরীক্ষা করাতে রাজী হননি। ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত।

চরশাহী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনার সত্যতা পেলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গনধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।