ঘুষের টাকা না পেয়ে কৃষককে মারপিট


প্রকাশিত: ০৪:০৫ এএম, ১৫ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আফসার উদ্দিনের বিরুদ্ধে ঘুষের টাকা না পেয়ে এ কৃষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তা তার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কৃষক আক্তার হোসেনকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে আহত করে।

জানা গেছে, সরকারিভাবে সরবরাহ করা প্রতি মন ধানে ২২০ টাকা করে ওই কৃষকের কাছে দাবি করে আসছিল আফসার উদ্দিন। তিনি উপজেলার চরলক্ষ্মী গ্রামের আশ্রাফ আলী মাঝির ছেলে এবং তালিকাভুক্ত বোরো চাষি। ঘুষ দাবির বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অভিযোগ করায় প্রকাশ্যে লোকজনের সামনে এ হামলা করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ঠদের সঙ্গে কথা বলেন।

কৃষক আক্তার হোসেন বলেন, তিনি খাদ্য গুদামে ৮৫ মণ ধান নিয়ে আসেন। ওসিএলএসডি ধানগুলো ওজন না করে তালবাহানা করে। সর্বশেষ তিনি জানায়, সেখানে ৭৫ মণ ধান রয়েছে। সরকার প্রতি মণ ধান ৯২০ টাকা হারে দাম নির্ধারণ করে। এর মধ্যে তিনি (কর্মকর্তা) প্রতিমণে ২২০ টাকা হারে দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি আমার ব্যাংকের হিসেব থেকে টাকা উত্তোলন বন্ধ করে রাখেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আফসার উদ্দিনের দাবি করছেন, কৃষককে মারধর নয়, বিরক্ত হয়েই তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। কয়েকদিন ধরে সে ঝামেলা করছিলো।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।