ডাকাতিতে বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে খুন
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দিলে প্রবাসীর স্ত্রী জাকেরা বেগম ওরফে সুন্দুরীকে (৫২) হত্যা করে ডাকাতরা।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামের এক যুবক ও শারমিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জাকেরা বেগম পূর্ব ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির দুবাই প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি ছেলের বউ শারমিন ও এক নাতিকে নিয়ে বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, মুখোশধারী একদল ডাকাত একতলা বাড়ির ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে। এসময় প্রবাসীর স্ত্রী বাধা দিলে তাকে হত্যা করা হয়। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী আধাঁর মানিক গ্রামের জসিম নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ সকালে নিহতের ছেলের বউ শারমিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জানান, পরকীয়ার জেরে খুনের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এআরএ/পিআর