মানবের সঙ্গে দানবের ঐক্য সম্ভব নয় : নৌমন্ত্রী


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৫ জুলাই ২০১৬

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সেই স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারেনা।
 
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ মোস্তফা কামাল হাসপাতালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ইহুদি ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছেন। এখন তিনি জঙ্গীবাদ দমনের দোহাই দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জামায়াতকে সঙ্গে রেখে আপনার সাথে কোনো জাতীয় ঐক্য হবে না। কারণ মানবের সঙ্গে দানবের ঐক্য সম্ভব নয়।

বাংলাদেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসের কোনো স্থান হবে না জানিয়ে মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে ছিল সেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিলেন খালেদা জিয়া। তার সেই চেষ্টা সফল হয়নি।

গুলশানের জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ হত্যা ইসলাম সমর্থন করেনা। যারা ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারেনা। এসময় মন্ত্রী লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাটকে নৌ-বন্দর স্থাপনের ঘোষণা দেন।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম।

Shajahan

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) আ.স.ম মাহতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিকেলে সদর উপজেলার রাধাপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠান ও এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেদায়েত হোসেন।   

কাজল কায়েস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।