বিলুপ্তির তিনদিন পর রামগতি ছাত্রলীগের কমিটি আবার বহাল


প্রকাশিত: ১১:৩৫ পিএম, ১৬ জুলাই ২০১৬

বিলুপ্ত ঘোষণার তিনদিন পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি আবার বহাল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

দলীয় সূত্র জানায়, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে গত ১২ জুলাই রাত সোয়া ৮টার দিকে রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেন জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। ওইদিন রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ফেসবুক আইডিতে ওই কমিটি বিলুপ্তের ছবি পোস্ট করেন।

এর তিনদিন পর শুক্রবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও ওই কমিটি বহাল রাখার ঘোষণা দেন তারা। এতে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় ও শৃঙ্খলা ভঙ্গের কারণে রামগতি উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছিল। পরে ১৫ জুলাই এক জরুরি সভার মাধ্যমে দুই মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়ে ওই কমিটি আবারও বহাল করা হয়েছে।

কাজল কায়েস/একে  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।