রায়পুরে ট্রাক খালে পড়ে চালক নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে চিংড়ি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ট্রাকচালক রবিউল ইসলাম নিহত হয়েছেন। এসময় ট্রাকের হেলপার মুস্তাকিন গুরুতর আহত হন।
রোববার ভোরে উপজেলার ল্যাংড়া বাজার সংলগ্ন খাইল্লার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকের নিচ থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে।
নিহত রবিউল সাতক্ষীরা জেলা সদরের মাঠপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে চিংড়ি মাছ বোঝাই ট্রাক (যশোর-ঠ-১১-২২০১) চট্রগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে রায়পুরের খাইল্লার পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খালে পড়ে যায়।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ট্রাকের হেলপার মুস্তাকিনকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কাজল কায়েস/এফএ/এবিএস/এমএফ