তালায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৭ জুলাই ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে ইবাদুল বিশ্বাসের ছেলে রিয়াদ (৬) ও মফিজুল বিশ্বাসের মেয়ে রুপালী (৫) মৃত্যুবরণ করে।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম লিটু জাগো নিউজকে জানান, বাড়িতে খেলা করছিল ওই দুই শিশু। পরে হঠাৎ সবার অগচরে তারা পুকুরে পড়ে যায়। পরে মরদেহ ভেঁসে উঠে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।