লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ জুলাই ২০১৬

লক্ষ্মীপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের ১২৭ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ  মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোঁরায় পৌরসভার মেয়র আবু তাহের পৌরসভার ৩৯তম এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি সাত লাখ ১৮ হাজার ৫৪৪ টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৪ লাখ ২৩ হাজার ৩৭৮ টাকা। এছাড়া বাজেটের প্রারম্ভিক উদ্বৃত্ত রয়েছে ৪৮ লাখ ৪১ হাজার ৯২২ টাকা। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, প্রকৌশলী আবুল বাশার, জেলা বিএমএ সভাপতি আশফাকুর রহমান মামুন, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন প্রমুখ।

কাজল কায়েস/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।