শোলাকিয়ায় হামলা : সন্দেহভাজন ৫ আসামির জামিন নামঞ্জুর


প্রকাশিত: ০৮:১২ এএম, ২০ জুলাই ২০১৬
ফাইল ছবি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক সন্দেহজনক পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান এ আদেশ দেন।
 
আসামিদের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাবু ও অ্যাডভোকেট ইফতেখার হোসেন দুপুরে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। ৫৪ ধারায় গ্রেফতারের পর দ্বিতীয়বারের মতো আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করলেন। এ সময় আসামিদের আদালতে হাজির করা হয়নি।

গ্রেফতাররা হলেন- জেলার বাজিতপুর উপজেলার ডুইয়ারগাঁও এলাকার সামসু উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২০), শোলাকিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মামুনুর রশীদ মামুন (২৫), কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব, একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আহসান উল্লাহ (২৪) ও ভৈরবের পঞ্চবটি এলাকার মো. তারা মিয়া (৫২)।

উল্লেখ্য, শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আশপাশের এলাকা থেকে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। পরে ১০ জুলাই তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরদিন শুনানির পর আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।  

নূর মোহাম্মদ/এফএ/এমএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।