অসুস্থ শিশুকে গলাটিপে হত্যা : সৎ মা আটক
বগুড়ার গাবতলীতে মাহফুজা খাতুন (১০) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎমাকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সরধনকুঠি গ্রামের আব্দুল আউয়াল ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। সেখানে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করেন। গ্রামের বাড়ি তার প্রথম পক্ষের মেয়ে মাহফুজা দ্বিতীয় স্ত্রী রেহেনা খাতুনের সাথে বসবাস করে। বুধবার বেলা ১১টার দিকে রেহেনা খাতুন মাহফুজাকে ডাক্তার দেখানোর কথা বলে বগুড়া শহরে নিয়ে আসে।
দুপুরে বাড়ি ফেরার পর মাহফুজা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে রেহেনা বাড়ি গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেশীদের জানায়, অসুস্থতার কারণে মাহফুজা মারা গেছে। গ্রামের লোকজনের এতে সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ সময় লাশের গলায় কালো চিহ্ন দেখে পুলিশেরও সন্দেহ হয়। পরে নিহতের সৎমা রেহেনাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাহফুজাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করে। এ সময় পুলিশ রেহেনা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে।
গাবতলী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদেও রেহেনা খাতুন জানিয়েছেন বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে বাসের মধ্যে মাহফুজাকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করায় সে। এরপর পথের মধ্যে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে গলাটিপে হত্যা করে তিনি নিজেই। হত্যার কারণ রেহেনা পুলিশকে বিস্তারিত জানায়নি।
লিমন বাসার/এসএস/এমএস