ভৈরবে নিখোঁজ ৯ জনের ছয়জন বাড়ি ফিরেছে


প্রকাশিত: ১২:১২ পিএম, ২১ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজ ৯ জনের মধ্যে ছয়জন গত কয়েকদিনে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে পুলিশ।

এরা হলো- মো. আজিজুল হক (১২), মো. মান্নান (১৫), আবদুল্লা আল মাসুদ (২৪), মো. কাউসার (১৫), মো. রহমত (১৯) ও শাহাজউদ্দিন (১৯)।

যারা নিখোঁজ রয়েছে তারা হলো- মো. ছোবহান (১০), মো. নাহিদ নিপু (২০), আল ইসলাম (মানসিক রোগী) (১৫)।

জানা গেছে, যারা বাড়ি ফিরেছে তারা কেউ জঙ্গি নয়। নানা কারণে তারা দীর্ঘদিন নিখোঁজ ছিল। কেউ কেউ রাগ করে বাড়ি থেকে পালিয়ে যায়। কেউ প্রেম করে বিয়ে করার পর পরিবারের অভিভাবকের ভয়ে নিখোঁজ হয়। আবার কেউ প্রতিষ্ঠানের মালিকের টাকা আত্মসাৎ করে নিখোঁজ হয়। ফলে পরিবারের লোকজন থানায় জিডি করে।

আল ইসলাম মানসিক রোগী। তার বাড়ি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। সে এখনো নিখোঁজ। আবদুল্লা আল মাসুদ প্রেম করে বিয়ে করার পর পরিবারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তার বাড়ি শহরের কালীপুর গ্রামে। পরে সে বাড়ি ফিরে আসে। সোহাগ তালুকদার মালিকের দেড় লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। ছোবহান স্কুলে ঝগড়া করে শাসনের ভয়ে পালিয়ে যায়। সে এখনো নিখোঁজ।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, গত এক বছরে ভৈরবে ৯ নিখোঁজের জিডি হয়েছে থানায়। তার মধ্য এ পর্যন্ত ৬ জন বাড়ি ফিরেছে।

তিনি জানান, নিখোঁজরা কেউ জঙ্গি নয় তা তদন্ত করে জানা গেছে।

আসাদুজ্জামান ফারুক/এসএস/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।