সাতক্ষীরায় ১০টি পেট্রলবোমা উদ্ধার


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১১ জানুয়ারি ২০১৫

সাতক্ষীরা সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৬। শনিবার রাত ১১টায় লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা র‌্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানের নেতৃত্বে বোমাগুলো উদ্ধার হয়।

মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে এনেছিল দুর্বৃত্তরা। রাতেই উদ্ধারকৃত বোমাগুলো সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।