উন্নয়ন বাধাগ্রস্ত করতেই জঙ্গি হামলা : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই দেশি-বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এসব জঙ্গি হামলা করা হচ্ছে। কিন্তু এসব জঙ্গিরা সফল হবে না।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সন্ত্রাসী ও দেশবিরোধী বাদে দেশের সবাই এখন জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে কারণে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি তারা করতে পারবে না। জঙ্গিবাদ দমনে এই সরকারের পুরো সামর্থ্য রয়েছে। গুলশানের ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে যৌথবাহিনী নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। যেখানে ভারতের মুম্বাই শহরে জঙ্গি হামলা দমনে সে দেশের সেনাবাহিনীর ৭২ ঘণ্টা অপারেশন চালাতে হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এদেশে এক সময় অস্ত্রের চোরাচালান করা হতো। সে সময় শুধু বাংলাদেশই নয়, ভারতও সমস্যার মধ্যে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বাংলাদেশই শুধু নিরাপদ নয়, ভারতও নিরাপদ হয়েছে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সভাপতি সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ প্রমুখ।
বাদল ভৌমিক/এএম/আরআইপি