দিনাজপুরে ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৪ জুলাই ২০১৬

দিনাজপুরে লাবু (১৭) নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে রামনগর মহল্লার মানিকপীর স্কুলের কাছ থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

লাবু জেলা শহরের গোলাপবাগ এলাকার বাসিন্দা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে রাস্তার ধারে বস্তাবন্দী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে হত্যাকারীরা। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ  মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।