নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:০৮ এএম, ২৫ জুলাই ২০১৬

রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়ন থেকে নিখোঁজের তিনদিন পর রাব্বি শেখ (১৩) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়নের আন্দারমানিক এলাকার কাসেম পাটোয়ারীর পুকুরের পাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি মৃত মোহম্মদ শেখের ছেলে। সে ছোট থেকে নানা মোহন মল্লিকের বাড়ি থেকে লেখাপড়া করতো।

রাব্বির মামা শাহাদত ও  খোকন জানান, শুক্রবার বিকেলে ফুফুর বাড়ি যাওয়ার কথা বলে রাব্বি বের হয়। কিন্তু কিছু সময় পর জানা যায় রাব্বি ওর ফুফু বাড়ি যায়নি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে সোমবার সকালে মাইকিং করা হয়। আমাদের বাড়ির পাশের ফাতেমা নামে এক নারী পুকুরে পাট আনতে গেলে ওর নিচে লাশ দেখতে পায়। পরে সবাইকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে রাব্বির সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।

Rabbi-shek

তারা আরো জানান, ভাইয়ের মধ্যে রাব্বি একাই। এক বোনের বিয়ে হয়ে গেছে। ওর মা পরিবারে সচ্ছলতা অানতে বিদেশে আছে। কিন্তু লাশটির সন্ধানের পর থেকে ওই এলাকার আনোয়ার কাজীর ছেলে শাকিল ও শাহিনুর মিয়ার ছেলে রিয়াজ নামের ছেলে দুটি এলাকায় নেই।

অভিযুক্ত রিয়াজের মা রুমা বেগম জানান, আমার ছেলে আজ সকালে ঢাকা গেছে। সে ঢাকায় কোর্ট প্যান্টের কাজ করে। মালিক যেতে বলেছে তাই সে আজ গেছে। অন্য কোনো কারণ নেই।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।