পুলিশ সুপারের বদলিতে মাদক ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৬ জুলাই ২০১৬

সাতক্ষীরার আলোচিত পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের বদলির পর সীমান্ত এলাকাসহ সাতক্ষীরার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে মাদক ব্যবসায়ীরা।

সীমান্তের বৈকারী, ভোমরা, কাকডাঙ্গা, কুশখালি, ঘোনা, তলুইগাছা, সোনাবাড়িয়া, কেড়াগাছি, মাদরা, তালা পুরাতন থানা, পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে সোমবার এসব ঘটনা ঘটেছে। তবে এসব বিষয় জানালেও কেউ তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, এমন ঘটনার খবর শুনেছি। তবে আমার এলাকার মধ্যে এমন ঘটনা ঘটেনি। সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ তৎপর রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।

জানা গেছে, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সাতক্ষীরায় যোগদানের পর একদিকে নাশকতা দমনে ভূমিকা রেখেছিলেন অন্যদিকে জেলাকে মাদকমুক্ত ঘোষণা করেছিলেন। শুরু করেছিলেন মাদকবিরোধী অভিযান। অভিযান চলাকালে অনেক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধও হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুই মাদক ব্যবসায়ী।

প্রসঙ্গত, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ২২ জুলাই পদোন্নতি নিয়ে বদলি হয়ে রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেছেন। তার স্থলাভিষিক্ত হয়ে সাতক্ষীরায় যোগদান করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।

আকরামুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।