জঙ্গিবাদ বাদ দিয়ে কমিউনিটি ক্লিনিকের উপকারিতা তুলে ধরুন


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩১ জুলাই ২০১৬

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আজ জঙ্গি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদের ফলাও করে প্রচার করা হচ্ছে। এই ব্র্যান্ডিং বন্ধ করতে হবে। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপ কমিউনিটি ক্লিনিকের নিউজ ব্যান্ডিং করুন। কমিউনিটি ক্লিনিকের উপকারিতা সম্পর্কে জনগণের কাছে তুলে ধরেন। তা বাদ দিয়ে জঙ্গিবাদের সপ্তাহ বা মাস শুরু করা হয়েছে।

রোববার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে মুক্তির সোপানে সাত দিনব্যাপী ফলদ-বনজ বৃক্ষরোপন ও বৃক্ষ মেলা-২০১৬ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজকে কাজের মধ্যে রাখতে হবে। তাদের কর্মসংস্থান করতে পারলে তারা এর বিপথে পা দেবে না। তিনি ঘরে ঘরে তরুণদের তদারকি করে দেশের উন্নয়নে তাদের কাজে লাগানোর আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত এদেশে জঙ্গিকে উত্থান করছেন। এদেশের ভালো চায় না বলেই তারা এ কাজ করছেন। আসলে এর কারণ হলো, ৭১ এর ঘাতদের বিচার বন্ধ করার জন্য এই জঙ্গিবাদের উত্থান করেছে। কারা এর সঙ্গে জড়িত, তা দেশবাসী দেখেছে। এই মানবতা বিরোধীদের বংশধরেরাই এই কাজের সঙ্গে জড়িত।

তিনি বলেন, ইসলাম ধর্মের কোথায় আছে, নিরীহ মানুষকে হত্যা করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। নবী করিম (সা.) নিজে ইসলাম প্রচার করার সময় কাফেরদের হামলা শরীর রক্তাক্ত হয়েছে, কিন্তু তিনি কাউকে আঘাত করেননি। বরং তিনি প্রেম, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজ কোথাকার কয়েকজন বিভ্রান্ত, বিপথগামী কিছু তরুণকে দিয়ে তারা জঙ্গি উত্থান করছে।

জেলা প্রশাসক বিল­াল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, মেয়র আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরী, বিভাগীয় বন কর্মকর্তা (পাবনা) মোহাম্মদ আলাউদ্দিন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ওমর আলী সেখ প্রমুখ।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।