চাপাইনবাবগঞ্জে শিবিরের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-শিবির ক্যাডারদের নৃশংস হামলায় আহত স্কুলছাত্র রাজন আলী রকির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রকি শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার পিতা রুহুল আমিন শিবগঞ্জ পৌরসভা এলাকার শেখটোলা এলাকার বাসিন্দা এবং শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

নিহত রকির ভাই রুবেল জানান, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রকি স্কুলে ক্লাশ করছিলো। এ সময় পুলিশ ওই এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জামায়াত-শিবির নেতাকর্মীদের আটকের জন্য অভিযান চালায়।

বিষয়টি দেখার জন্য রকিসহ তার তিন বন্ধু স্কুলের বাইরে বের হয়ে আসে। এ সময় রকিকে লোহার রড ও পাইপ এবং গাছের ডাল দিয়ে বেধড়ক পেটায় জামায়াত-শিবির ক্যাডাররা। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

রকি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রকিকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

রুবেল আরো জানান, রকির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। তবে সবচেয়ে বেশি আঘাত ছিলো তার মাথা ও ঘাড়ে। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার দিবাগত গভীর রাতে মৃত্যুবরণ করে রকি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। আমাকে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।