বরিশালে ট্রাকে পেট্রোল বোমা, হেলপার নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের শানুহার নামক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৭ টায় এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সোহাগ আহমেদ। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ট্রাকটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে শানুহার এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে আগুনে দগ্ধ হয়ে ট্রাকের হেলপার নিহত হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি নুরুল ইসলাম।
বিএ