টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ৪


প্রকাশিত: ০২:১০ এএম, ২১ জানুয়ারি ২০১৫

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চরভাবনা নামকস্থানে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় ৪ জন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন আরও দুইজন।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পণ্য বোঝাই একটি ট্রাককে যাত্রী বোঝাই একটি অটোরিকশা ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে। এতে চারজন যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।