ঢাকা-খুলনা বিভাগে চলছে নিরুত্তাপ হরতাল
চলমান অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে চলছে। ঢাকা বিভাগের ১৭ এবং খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার এ হরতালের ডাক দেয় বিএনপি।
অবরোধের মধ্যে হরতালের সকালে গাজীপুরে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। সকালে পূর্বচান্দনা ও কালীগঞ্জ এলাকায় এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
খুলনায় হরতাল চলাকালে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, হরতালের সমর্থনে সকাল পৌনে ১০টার দিকে নগরীর মৌলভীপাড়া মোড়ে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। এসময় তারা ২-৩টি ইজিবাইক ভাঙচুর ও ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
বিএনপি জোটের অবরোধ ও হরতালে বুধবার সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে না। দুই একটা লোকাল পরিবহন ছেড়ে গেলেও অধিকাংশ বাস তাদের পরিবহন বন্ধ রেখেছে।
বুধবার সকালে রাজধানীর প্রধান বাস টার্মিনাল গাবতলী ঘুরে কিছু কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে সকাল থেকেই রংপুরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে উরা পরিবহন, কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে সুমন ডিলাক্স পরিবহন, যশোরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে রাসেল পরিবহন।
হরতালের প্রভাব পড়েনি ট্রেন চলাচলে। বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। যাত্রীদের টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে। সকাল থেকে রংপুর, দিনাজপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে।
বিএ