লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপির ৪ নেতাকে সংবর্ধনা
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ৪ নেতাকে লক্ষ্মীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ সংবর্ধনার অয়োজন করা হয়।
সংবর্ধিত নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশিদ হারুন, সহ আইন সম্পাদক জাকির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য তোহিদুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে লক্ষ্মীপুরসহ সারাদেশে দলের নেতাকর্মীরা নতুনভাবে জেগে উঠেছে। তারা বর্তমান সরকারের হামলা-মামলা উপেক্ষা করে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে। সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কাজল কায়েস/এসএস/এবিএস